মেহেরপুর নউজ ২৪ ডট কম,১০ জানুয়ারী:
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শহরে একটি র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক বেগম সাহানআরা বানুর নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমি হয়ে জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, সিনিয়র সহকারি কমিশনার সিদ্ধার্থ শংকর কুন্ডু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ পারভীন, প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা, মাজেদা খাতুন, নূরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।