মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা প্রাথমকি শিক্ষা অফিসের উদ্যোগে সেভদি চিলড্রেনের সহযোগীতায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ রোববার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আনোয়ার কামাল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসরার আমজাদ হোসেন।
বক্তব্য রাখেন সেভ দি চিলড্রেনের মেহেরপুর অফিসের ব্যবস্থাপক ফারুক হোসেন, অভিবাবক ওমর আলী, নাজিম উদ্দিন ,শরিফুল ইসলাম প্রমুখ।পরে মেহেরপুর সদর উপজেলার প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩৭ জন ট্যালেল্টপুল এবং ৬০ জন সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।