মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুন:
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর গ্রাম থেকে ৪ বোতল ফেন্সিডিল সহ হানুফা (৪৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস,আই কাফরুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে বাজিতপুর গ্রামে অভিযান চালায়। এসময় ফেন্সিডিল সহ এই মহিলাকে তার বাড়ি থেকে আটক করে।
ডিবির এস আই কাফরুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাজিতপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাজিতপুর গ্রামের ফকির সেখ এর স্ত্রী হানুফা কে ৪ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করি। তার নামে একাধিক অভিযোগ রয়েছে এবং সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বিক্রি করে আসছে।
