মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন:
“উন্নত পরিবেশ গড়ে তুলুন, সুস্থ্য জীবন নিশ্চিত করুন’ এই প্রতি পাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকাল ১০টার সময় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি’র উদ্যেগে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে গনসচেতনা সৃষ্টির লক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল তহিদুর জামান (পি এস সি) কর্নেল, সহিদুর দেওয়ান, প্রশিক্ষণ ইনচার্জ মেজর আলমগীর দেওয়ান সহ ১০ দিন ব্যাপী আঞ্চলিক ক্যাপসুল ক্যাম্পে অংশ নেওয়া ক্যাডেট সদস্যরা।
উল্লেখ্য,গত শনিবার থেকে মেহেরপুর সরকারী কলেজে ১০ দিন ব্যাপী খুলনা ও ঢাকা বিভাগের ৯ টি জেলার ৪২টি স্কুল ও কলেজের মোট ৩’শ জন ক্যাডেট সদস্যদের নিয়ে আঞ্চলিক ক্যাপসুল ক্যাম্প শুরু হয় ।