মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুন:
বুধবার মেহেরপুর ব্র্যাক অফিসের উদ্যোগে বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচীর আওতায় গঠিত ইন্টার এ্যাক্টিভ পপুলার থিয়েটার “মুক্তির সকাল” নাটক প্রদর্শন করেছে।
মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নাটকে বাল্য বিবাহের কুফল ও প্রতিকার এবং ইভটিজিংয়ের প্রতিরোধে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এর আগে বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার এডিপি সুব্রত কুমার।
মুজিবনগরে বাল্য বিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরীদের দিনব্যাপী কর্মশালা
বুধবার মেহেরপুর ব্র্যাক অফিসের উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ ও বয়োঃসন্ধিকালে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের উপর কিশোর-কিশোরীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মুজিবনগর ব্র্যাক ওয়াশ অফিসে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর ব্র্যাক ওয়াশ কর্মকর্তা সোহেল আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসিবুর রহমান। কর্মশালায় মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের মোট ৩০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।