মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর:
অবশেষে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল নবম শ্রেনীর ছাত্রী সোহানা আক্তার এ্যানি। এ্যানি মেহেরপুর শহরের নতুন মাঠপাড়ার রফিকুল ইসলামের মেয়ে ও মেহেরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর মেধাবী ছাত্রী।
আজ শুক্রবার সন্ধ্যায় অত্যন্ত গোপনীয়ভাবে বিয়ে দিতে গেলে মেহেরপুর সদর থানার এসআই মকবুল হোসেন বিয়ের আসরে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেন।
সদর থানার উপপরিদর্শক মকবুল হোসেন জানান, মেহেরপুর শহরের নতুন মাঠপাড়ার রফিকুল ইসলামের মেয়ে ও মেহেরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী এ্যানির সাথে একই উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের এমরান আহম্মেদের বিয়ে হবার কথা ছিল। অত্যন্ত গোপনে সন্ধ্যায় এ বাল্য বিয়েটি হবার কথা থাকলেও পুলিশ বিষয়টি জেনে ফেলে। এস আই মকবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বাল্য বিয়েটি বন্ধ করেন।
মকবুল হোসেন জানান,মেয়ে পক্ষ ও ছেলে পক্ষের অভিভাবকের কাছ থেকে বন্ড সই করে নিয়ে বাল্য বিয়েটি বন্ধ করা হয়েছে। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেনা বলেও মেয়ের পিতা অঙ্গিকার করেছেন।
