মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুন:
শুক্রবার দুপুরে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বন্দ্ধ করে দিয়েছে যাদবপুর গ্রামের একটি বাল্য বিবাহ। বাল্য বিয়ের হাত থেকে বেচেঁ গেছে এক নবম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের কিবরিয়ার নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ের সাথে একই গ্রামের মেগার ছেলে তারিকের বিয়ে ঠিক হয়। শুক্রবার সেই বিয়ের সকল আয়োজন শেষ করে উভয়পক্ষ। বরযাত্রীরা বর নিয়ে কনের বাড়ি যখন উপস্থিত ঠিক সেই সময় পুলিশ খবর পেয়ে উপস্থিত হয় কনের বাড়ি। পুলিশ দুই পরিবারে লোকজনকে ডেকে এই বিয়ে ভাংগার নির্দেশ দেন এবং বর এবং কনের ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার অঙ্গিকার নামায় স্বাক্ষর নেন।
মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে হানা দেয়। পুলিশ তাৎক্ষনিকভাবে এ বিয়ে বন্দ্ধ করে দেয় এবং ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার পক্ষে অঙ্গীকার নামায় স্বাক্ষর করিয়ে নেয়।
