মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ডিসেম্বর:
বিজয় মাস উপলক্ষে মেহেরপুর বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্র (বিএডিসি)’র আয়োজনে বিএডিসি ব্যাডমেন্টন টুর্নামেন্টে সারাফাত জুটি ২-১ সেটে দিপক জুটিকে পরাজিত করে। ১০ দিন ব্যাপি এই টুর্নামেন্টে ৭ টি দল অংশগ্রহন করে।
রোববার রাতে বিএডিসি চত্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলায় খেলায় দিপক জুটি প্রথম সেটে জয় লাভ করে। দ্বিতীয় ও ৩য় সেটে সারাফাত জুটি পর পর জয়লাভ করে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে ডিএডি এটিএম আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডি কামরুজ্জামান খাঁন নয়ন। প্রধান অতিথি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়ারের হাতে পুরুস্কার তুলে দেন। এসময আরো উপস্থিত ছিলেন ডিএডি মিলন (০১), ডিএডি মো: মিলন (০২), কম্পিউটার অপারেটর মেহেদী হাচান প্রমুখ।
