মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ নভেম্বর:
সার, ডিজেলসহ সব ধরনের জ্বালানী তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে মঙ্গলবার মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা কর্নেল অবঃ সামস, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফি, বিএনপি নেতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, মোহাম্মদ মোস্তাকিম প্রমুখ। এর আগে দলের শাহাজীপাড়াস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ইলিয়াস হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেস ক্লাবেব সামনে এসে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা কর্নেল অবঃ সামস, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফি, মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি মজিবুল হক খান চৌধুরী হেলাল, বিএনপি নেতা আলমগীর হোসেন, আনোয়ারুল হক কালু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড়বাবু, যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, মোহাম্মদ মোস্তাকিম, সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, শহর যুবদলের সাংগাঠনিক সম্পাদক নাহিদ আহমেদ, যুবদলের ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ, সাহিনুর রহমান, ছাত্রদল নেতা মীর জাহিদ ইকবাল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
