মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মার্চ:
১৮ দল ছাড়াও বিভিন্ন সামাজিক শক্তি ও গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোর প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় বিএনপি নির্দেশিত সারাদেশ ব্যাপী জেলা,উপজেলা,ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে জন নিরাপত্তা কমিটি (কমিটি ফর পাবলিক সেফটি) গঠনের অংশ হিসেবে বেঁধে দেওয়া তিন দিন সময়ের দু’দিন অতিবাহিত হলেও এখনও কমিটি গঠনের কাজ শুরু করেনি মেহেরপুর জেলা বিএনপি । তবে ২/১ দিনের মধ্যে কমিটি গঠনের কাজ শুরু করবে জেলা বিএনপি’র পক্ষ থেকে এমনই আভাস পাওয়া গিয়েছে। যদিও ৩দিনের মধ্যে এ কমিটি সম্পন্ন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিলেও আজ ২য় দিন পার হলেও মেহেরপুর জেলা বিএনপি এ কাজ এখনো শুরু করতে পারেনি।
বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন মেহেরপুর নিউজকে বলেন, চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছি। কেন্দ্রের নির্দেশ পেয়েছি। মেহেরপুরে ফিরেই কমিটি গঠনের কাজ শুরু করবো ।
মেহেরপুর ২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আমজাদ হোসেন মেহেরপুর নিউজকে জানান,আমরা কেন্দ্রের নির্দেশ পেয়েছি। কমিটি গঠনের কাজ এখনো শুরু করিনি। আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার থেকে কমিটি গঠনের কাজ শুরু করবো ।
উল্লেখ্য, শনিবার বিকালে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি’র দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী এক সাংবাদিক সম্মেলনে এ নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন,গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করছে এমন রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে নিয়ে এই কমিটি গঠন করতে হবে। তিন দিনের মধ্যে ‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠন করে কেন্দ্রে প্রেরণ করতে হবে। এই কমিটি হবে, সরকারের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ।’’সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, কমিটি ফর পাবলিক সেফটি কমিটিতে ১৮ দল ছাড়াও বিভিন্ন সামাজিক শক্তি ও গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোর প্রতিনিধি থাকবে।