মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মে:
রোববার সকাল ১১টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠন তৃণমূল দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা তৃণমূল দলের উদ্যোগে মেহেরপুর হলে অনুষ্ঠিত পরিচিতি সভায় মেহেরপুর জেলা তৃণমূল দলের আহবায়ক লেঃকর্নেল (অবঃ) সামসুল ইসলাম সামসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল দলের খুলনা বিভাগীয় সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল। বক্তব্য রাখেন জিয়া পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কালু।এর আগে তৃণমূলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।
তারেক রহমান পরিষদ-এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠিত
তারেক রহমান পরিষদ-এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে শেখ এমদাদুল হক মিলনকে আহবায়ক এবং মোঃ বখতিয়ার হুসাইনকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। যুগ্ন আহবায়করা হলেন- এ্যাডভোকেট শেলী সুলতানা জামান, এস.এম রফিকুল ইসলাম, প্রকৌশলী বাবু এবং সদস্যরা হলেন,যথাক্রমে- প্রিঞ্চ আহমেদ ইমরান, অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, মোঃ ইউসুফ, প্রকৌশলী মির্জা নূর নবী বাবু, কাজী কামরুল ইসলাম (কামাল), প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ,মোঃ আশরাফুল আলম, মোঃ সাবিরুল হক খান, মেহেদী উল্লাস, রুবেল কাওনাইন, রাসেদুজ্জামান, রফিক আকন, আশরাফ খান, মোঃ শাজাহান, খন্দকার আখতারুজ্জমান বাদল, কামরুল হাসান জনি, হাফিজুল ইসলাম তারেক, রিয়াজ উদ্দিন লুতফুর, রোমান খন্দকার, সাইফুল ইসলাম পিপন, মামুন সরকার, প্রকৌশলী মাসুদ রানা, মনির হোসেন বুলু, আরিফ গাজী, অ্যাডভোকেট আব্দুল লতিফ, আব্দুস সাত্তার, সাজেদুল ইসলাম, ওয়াহিদ, সিরাজুল ইসলাম সিরাজ, লুতিফুর রহমান উজ্জল, অ্যাডভোকেট আব্দুল লতিফ, মিসবাহুল আলম, মুস্তাফিজুর রহমান, মোঃ সুজাউর রহমান, আব্বাস উদ্দিন, খালেদ আহমেদ জেকি, এ্যাডভোকেট রুহুল আমিন, মোঃ কাজল, সিয়ানুর রহমান, মোঃ গোলাম রাব্বানী,আশরাফুল আলম, তারেক ইফ্রান অমি, আমীর হোসেন, সেলিম মিয়া, মোঃ রাসেদ, সরকার মোহম্মদ ওমর ফারুক প্রমুখ।
আলোচনা সভায় আহবায়ক শেখ এমদাদুল হক মিলন সংগঠনের আর্দশ ও উদ্দেশ্য তার বক্ত্যব্যে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী তারেক রহমান পরিষদ।
সংগঠনের কল্যানপুরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠান শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। সদস্য সচিব মোঃ বখতিয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এস.এম রফিকুল ইসলাম,প্রকৌশলী মাহমুদুল হাসান বাবু, প্রিঞ্চ আহমেদ ইমরান,প্রকৌশলী এ্যাডভোকেট আব্দুস সাত্তার, এ্যাডভোকেট মোঃ নুরে আলম সরকার (দুলাল),কাজী কামরুল ইসলাম কামাল,প্রকৌশলী মাসুদ রানা, প্রকৌশলী মির্জা নুরুন নবী,মোঃ ইউসুফ প্রমুখ।
আহবায়ক এমদাদুল হক মিলন ভিন্নভাবে চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। আগামী ৩০মে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকি উপলক্ষে সকাল ৮ টায় জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন। ২রা জুন শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিবারসহ বিরোধী জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিসহ নিখোঁজ বিএনপি’র নেতা এম. ইলিয়াস আলী সন্ধানে মানব বন্ধন কর্মসূচি। ৪ জুন সোমবার জাতীয় প্রেক্লাবের অডিটরিয়ামে দুপুর ২টায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা সহ ৮জুন শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে সামনে মানব বন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।