মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ফেব্রুয়ারী:
বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ভেঙ্গে দেয়া ও নিজামি সহ জাতীয় নেতাদের মুক্তির দাবিতে মেহেরপুরে জামায়াত- শিবিরের উদ্যগে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার বিকাল ৪ টার সময় মেহেরপুর পৌর সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির হাজি ছমির উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর সিরাজুল হক, সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মেহেরপুর সদর উপজেলার আমির মাওঃ রুহুল আমিন, গাংনী ইউজেলা আমীর ডাঃ রবিউল ইসলম, পৌর আমীর মাওঃ মাবুবুল আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন , অবিলম্বে বিতর্কিত যুদ্ধ অপরাধ ট্রাইবুনাল ভেঙ্গে ফেলতে হবে, জামাতের কেন্দ্রিয় আমীর মতিউর রহমান নিজামী সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত্ মুক্তি দিতে হবে। যদি তা দেওয়া না হয় তাহলে প্রতিটি মহল্লায় দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারের বিষ দাঁত ভেঙ্গে ফেলা হবে বলে হুশিয়ার দেন।
সমাবেশ শেষে জেলা জামাতের আমীর হাজী ছমির উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । মিছিলে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাম থেকে আগত জামাত ও শিবিরের হাজার হাজার নেতা কর্মি অংশ নেন।
