মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুলাই:
“সর্বজনীন প্রজনন স্বাস্থ্যের জন্য পরিবার পরিকল্পনা” এই শ্লোগান কে সামনে রেখে আজ বুধবার সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যেগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলীকন্দকার, সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা পরিচালক ডাঃ আবুল বাশার সহ বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়ে ও এনজিও প্রতিনিধি।