মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মার্চ:
মেহেরপুর শহরের বেড় পাড়ার রাজু’র স্ত্রী সীমা পারিবারিক কলোহের জের ধরে বিষপান করে আত্নহত্যার চেষ্টা চালিয়েছে। বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার বিষ উত্তোলনের কাজ চলছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,রোগীর অবস্থা এখন পর্যন্ত আশংকাজনক। বিষ উত্তোলনের কাজ চলছে। বিষ না উঠানো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়,গত দু’মাস আগে মেহেরপুর শহরের বেড়পাড়ার মসলেমে’র মেয়ে প্রেম করে বিয়ে করে রাজু নামের এক ছেলের সাথে। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলোহ চলতে থাকে। এ জের হিসেবে আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে অভিমান করে(আইথিন-১০) নামের বিষপান করে গৃহবধু সীমা। বাড়ির লোকজন টের পেয়ে তাকে ঘর থেকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
