মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন:
মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে জুয়েল (১৮) নামের এক ছাত্র বিষ পান করে আত্মহত্যা করেছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তিরত অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাইপুর গ্রামের বাবলুর ছেলে জুয়েল তার পিতার কাছে একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করে। কিন্তু পিতা ল্যাপটপ কিনে দিতে না পারায় পিতার উপর অভিমান করে জুয়েল তার বসত ঘরের ভিতরে বিষ পান করে।
এসময় পরিবারের লোকজন টেরপেয়ে তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে বিষ উত্তোলন করে। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে দুপুর ২টার দিকে জুয়েল কে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।