মেহেরপুর নিউজ,১৫ মার্চ:
মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার উদ্যোগে পিকেএসএফ’র অর্থায়নে নতুন জাত ব্রোকলী চাষ সম্প্রাসারণ ও মার্কেট লিংকেজ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে সদর উপজেলার উজলপুরে দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রাসাণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস কর্মকর্তা শেখ মোহাম্মদ মেসবাউল হক, পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপক আবুল বাশার, ইউপি চেয়ারম্যান শহিদুল আলম। বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামারুজ্জামান, কৃষিবিদ সাজেদুর রহমান, কৃষক আব্দুল হাকিম প্রমুখ। পরে মারিয়া মডেল বীজ সংরক্ষণের লক্ষে ৪০ জন কৃষকের মধ্যে উপকরণ বিতরণ করা হয়। এরআগে ব্রোকলীর জমি পরিদর্শন করা হয়।
