মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ ডিসেম্বর:
মেহেরপুরে ভৈরব নদের অবৈধ বাঁধ অপসরন দাবিতে মুজিনগর উপজেলার মোনাখালী গ্রামবাসি জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে।
জানা যায়, সোমবার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের শ’ শ’ লোক গনস্বাক্ষর শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করেন। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু তার কার্যালয়ে স্মারক লিপি গ্রহন করেন।
উল্লেখ্য, মেহেরপুর জেলার ভেতর দিয়ে ৭৫ কিঃ মিঃ দৈর্ঘের প্রবাহিত ভৈবর নদের পানি কমে যাওয়ার সাথে সাথে সরকার দলীয় পরিচয় দিয়ে নদের বিভিন্ন স্থানে রাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেছে। এতে নদের নব্যতা হারাবার পাশাপাশি ভৈবর নদে এলাকাবাসীর অধিকার খর্ব হয়েছে।
