মেহেরপুর নিউজ:
জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকরভাবে মুড়ি তৈরি ও মুড়ির প্যাকেটে মোড়কীকরণ বিধি (মেয়াদ, মুল্য ইত্যাদি) জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকা, ওয়বদা সড়ক এবং থানা সড়কে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে মেহেরপুর শহরের ওয়াপদা সড়ক, থানা সড়ক ও বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অস্বাস্থ্যকরভাবে মুড়ি তৈরি ও মুড়ির প্যাকেটে মোড়কীকরণ বিধি (মেয়াদ, মুল্য ইত্যাদি) লংঘন করায় ওয়াপদা রোডে মেসার্স শিল্পী মুড়ি ফ্যাক্টরিকে ৩৭,৪৩ ধারায় ৬ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ পানীয় সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স কুদ্দুস স্টোরকে ৩৮, ৫১ ধারায় ৩ হাজার টাকা ও মেসার্স হোসেন ট্রেডার্সকে সার বিক্রয়ের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও সারের মুল্যতালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। ব্যবসায়ীদের পণ্যের মুল্যতালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের প্রতিদিনের ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয়। এবং বর্তমান করোনা পরিস্থিতিতে অতিরিক্ত লাভ না করে স্বল্প লাভে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেয়া হয়। এসময় দোকানী ও উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সবাইকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ করা হয়। অভিযানে সহযোগিতা করেন মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তাজিমুল হক।