মেহেরপুর নিউজ:
মেহেরপুর বোসপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে বোস পাড়ার নেশার মাঠে অনুষ্ঠিত মরহুম মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা ড্র হয়েছে। করেন।
শুক্রবার অনুষ্ঠিত বোসপাড়া একাদশ ও কদমতলা একাদশের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। নির্ধারিত সময়ে উভয় দল গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় । ফলে শেষ পর্যন্ত উভয় দল পয়েন্ট ভাগ করে নিয়ে মাঠ ছাড়ে। খেলাটি দেখার জন্য বিপুল পরিমান দর্শক মাঠে উপস্থিত হন।