মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, অরণি‘র সভাপতি নিশান সাবের, জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু, আওয়ামী লীগ নেতা নূরজাহান বেগম, বড় বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শাহীনুল ইসলাম প্রমূখ।
সভায় মহান বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। আলোচনা সভায় এছাড়া অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আসকার আলী, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।