মেহেরপুর নিউজ, ০৯ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার হিতিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইন সহ জিয়ারুল ইসলাম এবং ১’শ গ্রাম গাঁজাসহ আজিজুল ইসলাম নামে দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এস আই আবু সায়েম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে এ এস আই রুহুল আমিন ও ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক দুই জনের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ তাদের আটক করা হয়েছে।
