মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা মাদক পাচার বিরোধী ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে ১’শ ৮ গ্রাম গাজাসহ ২ মাদক পাচার কারীকে আটক করেছে। পরে মেহেরপুর কোর্টে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ জনের ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলো, মেহেরপুর শহরের মুখার্জী পাড়ার রহমতুল্লাহ’র ছেলে কালু এবং দিঘীরপাড়ার হেদায়েতের ছেলে কাসেম।
জানা যায়,আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা পাচার বিরোধী ট্রাস্ক ফোর্সের অভিযান চালানো হয়। সহকারী কমিশনার হুমায়ন কবিরের নেতৃত্বে মেহেরপুর শহরের মুখার্জীপাড়ার রহমতুল্লাহ’র ছেলে কালুর বাড়িতে অভিযান চালায়। বাড়ি তল্লাশী করে ১’শ ৮গ্রাম গাঁজাসহ মুখার্জী পাড়ার মাদক ব্যবসায়ী কালু এবং দিঘীরপাড়ার হেদায়েতের ছেলে কাসেমকে আটক করে। পরে মেহেরপুর আদালতের সহকারী কমিশনার ও ভ্রাম্যামান আদালতের বিচারক হুমায়ুন কবির ১৯৯০ সালের ১৯(১) এর ৭ ধারায় আসামীদের ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।এ সময় মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন ব্যুরোর পরিদর্শক শিহাব মাহমুদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার হুমায়ুন কবির জানান, যেহেতু তারা মাদক বিক্রি এবং পাচারের সাথে জড়িত সেহেতু ১৯৯০ সালের ১৯ (১) এর ৭ ধারায় আসামীদের ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।
