মেহেরপুর নিউজ, ২৩ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা মাদক পাচার বিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাকিবুল হাসানের নেতৃত্বে গতকাল মেহেরপুর শহরের নতুন পাড়ার আতিয়ার রহমান বুলুর বাড়িতে অভিযান চালিয়ে ২শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। খবর পেয়ে বুলু পালিয়ে যায়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক, উপ-পরিদর্শক জসিম উদ্দীন অভিযানে অংশ নেন।
