মেহেরপুর নিউজঃ
মাদক সেবন করে বিরক্তিকর আচরণ করার দায়ে শামসুদ্দিন নামের এক ব্যক্তিকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামসুদ্দিনকে ৭ দিনের কারদন্ড দেওয়া হয়। শামসুদ্দিন সদর উপজেলার গোপালপুর গ্রামের জানবার শেখের ছেলে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
শামসুদ্দিন তার দোষ স্বীকার করাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ৭ দিনের কারদাদন্ড দেয়া হয়। এর আগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে শামসুদ্দিনকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসানো হয়।
ভ্রাম্যমান আদালত চলাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মদন মোহন সাহা সেখানে উপস্থিত ছিলেন।