মেহেরপুর নিউজ, ৩০ মার্চ:
মেহেরপুরে জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যসোসিয়েশনের উদ্যোগে মাদ্রাসাসহ সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণেরর দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে সহকারী শিক্ষক আকতার হোসেন, আজিজুর রহমান, তাজুল ইসলামসহ মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এরআগে মাদ্রাসাসহ সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণেরর দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।