মেহেরপুর নিউজ,২১ অক্টোবর:
শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিষউক) এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক এক কর্মশালার অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, শিষউক এর পরিচালক জিল্লুর রহমান, প্রোগ্রাম অফিসার আব্দুর রকিব প্রমুখ।