মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জানুয়ারী:
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ একর এগ্রো সার্ভিস সেন্টারের বাউন্ডারি ওয়ালসহ অফিস ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে সদর উপজেলার বারাদি বীজ উৎপাদন খামারের মধ্যে এগ্রো সার্ভিস সেন্টার নির্মান কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান,বীজ খামারের উপ-পরিচালক মজিবুর রহমান।