মেহেরপুর নিউজ:
মুহুরীর আড়ালে দালালি করতে গিয়ে ধরা খেলেন মেহেরপুর শহরে তাঁতি পাড়ার মুহুরী গোলাম মোস্তফা। ধরা খেয়ে শেষ পর্যন্ত ক্ষমা পেয়ে এবারের মত পার পেলেন।
জানা গেছে মেহেরপুর শহরের তাঁতি পাড়ার মুহুরী গোলাম মোস্তফা তার প্রতিবেশী ইবাদত হোসেনের ছেলে সাহাবুদ্দিন এবং মাহবুবের স্ত্রী আয়েশার জমির নামজারি করে দেয়ার নাম করে দুজনের কাছ থেকে প্রায় ৮ হাজার টাকা গ্রহণ করেন।
সরকারি নিয়ম অনুযায়ী নামজারি করতে খরচ পড়ে মাত্র ১ হাজার ১৫০ টাকা। বুধবার শাহাবুদ্দিন ও আয়েশা মেহেরপুর সদর ভূমি অফিসে নামজারির জন্য শুনানিতে হাজির হন। শুনানিকালে সহকারী কমিশনার (ভূমি) মো: মাইনউদ্দিন জানতে পারেনি দুই ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহণ করা হয়েছে। তাৎক্ষণিক মোবাইল ফোনের মাধ্যমে গোলাম মোস্তফার ডাকা হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়া হয়েছে ।
এসময় গোলাম মোস্তফা নিজের দোষ স্বীকার করেন এবং প্রকাশ্যে ক্ষমা ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে তিনি প্রকাশ্যে ঘোষণা দেন।
সহকারী কমিশনার ভূমি মো মাইনউদ্দিন বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া লক্ষ্যকে সামনে নিয়ে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করে যাচ্ছে মানুষকে সেবা দেওয়ার এবং দুর্নীতিমুক্ত করার। তারই অংশ হিসেবে আজকে শুনানিকালে বিষয়টি আমার নজরে আসে এবং আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি।