মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ:
যাত্রীবাহি নছিমন একটি বাসকে ধাক্কা মারার জের ধরে মোটর শ্রমিক ও ট্রাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ৬ শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর শহরের কোর্ট রোডে ওই ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় মেহেরপুর-মুজিবনগরগামী সোহেল-সোহাগ পরিবহন (যশোর-জ-০০৮) মেহেরপুর শহরে প্রবেশের সময় শহরের পাবলিক লাইব্রেরির সামনে একই দিক থেকে আসা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্যদের বহনকারী একটি নছিমন বাসটিকে ধাক্কা মারে। এসময় মোটর শ্রমিক ও ট্রাক শ্রমিকদের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে ট্রাক শ্রমিক মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া গ্রামের হালিমের ছেলে কালু (২৫), একই গ্রামের মফিজুরের ছেলে সোহাগ (২৮), মোজাম শেখের ছেলে পিন্টু (২৫), আবুল কাশেমের ছেলে তারিক (২৫), রফিক মীরের ছেলে ম্যাগা (২৮) এবং মোটর শ্রমিক মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের আইয়ূব আলীর ছেলে বাবু (২২) আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
