মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির উদ্যোগে যক্ষ্মা প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর বক্ষব্যাধি ক্লিনিক মেডিকেল অফিসার ডাঃ বেলাল হোসেন, ডাঃ আরাফাত আল আকাশ, নাটবের জেলা সেক্রেটারি মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি মাহবুব ইসলাম, নাটবের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম প্রমুখ।