মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ফেব্রুয়ারী:
রাজাকারদের ফাঁসী চাই ,নতুন বাংলা গড়তে চাই -এ স্লোগানে যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে নেপালি ক্লাব নামে তরুনদের একটি সংগঠন।
আজ বুধবার বিকাল পৌনে ৪টার দিকে নেপালী ক্লাবের সুইট ও রাজিভের নেতৃত্বে মিছিলটি নেপালী ক্লাব থেকে শুরু করে মেহেরপুর শহর প্রদক্ষিন করে। মিছিলে ক্লাবের অর্ধাশতাধীক তরুন মাথায় ”ফাঁসী চাই” লেখা সম্বলিত কাপড় বেধে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
