মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ ফেব্রুয়ারী:
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা যুবলীগ।
আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সহ সভাপতি শামীম। বক্তব্য রাখেন,জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,শহর যুবলীগের সভাপতি শেখ কামাল,সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বড় বাজার মোড় প্রদক্ষিণ শেষে সামসুজ্জোহা পার্কে মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে শেষ হয়।
