মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ফেব্রুয়ারী:
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী ও যুদ্ধাপরাধের মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মেহেরপুরে সমাবেশ ও আলোক বন্ধন করেছে জয় নামের একটি সংগঠন।
আজ সোমবার সন্দ্ধ্যা ৭ টার দিকে জয় সংগঠন প্রাঙ্গণে ফাঁসির দাবিতে সমাবেশে জয়সংগঠনের সহ-সভাপতি মোহন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অরনি’র সভাপতি নিশান সাবের,বঙ্গবন্ধু শিশু একাডেমী’র প্রতিনিধি শেখ মমিন, মিলন,হাসান, জনি প্রমুখ। সমাবেশ শেষে আলোক বন্ধন করা হয়।
সমাবেশ ও আলোক বন্ধন অনুষ্ঠানে জয় সংগঠনের সাথে সংহতি প্রকাশ করেছে অরনি’র সভাপতি নিশান সাবের, বঙ্গবন্ধু শিশু একাডেমী’র প্রতিনিধি শেখ মমিন, আতিকুর রহমান স্বপন, জাগ্রত তরুন সম্প্রদায়ের উজ্জল, ডালিম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিরন।
