মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ফেব্রুয়ারী:
কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে প্রজন্ম শাহবাগ ঘোষীত কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুরে প্রেসক্লাবের সামনে আলোক বন্ধন ও অবস্থান মিছিল করেছে প্রজন্ম মুজিবনগর।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত অবস্থান মিছিল ও আলোক বন্ধনে বক্তব্য রাখেন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন,এাডভোকেট ইয়ারুল ইসলাম, সাজ্জাদুল আলম,নিশান সাবের, মাহবুব চান্দু,শামিম জাহাঙ্গির সেন্টু প্রমুখ। আলোক বন্ধনে শত শত শিশু,নারী ও পুরুষ অংশ গ্রহন করেন।
