মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ফেব্রুয়ারী:
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে আলোক প্রজ্বলন, মঞ্চ নাটক ও গণসঙ্গীতের আয়োজন করে প্রজন্ম মুজিবনগর।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রজন্ম শাহবাগ ঘোষীত চলমান কর্মসূচীর অংশ হিসেবে আলোক প্রজ্বলন অনুষ্ঠিত হয়। আলোক প্রজ্বলন অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,সাজ্জাদুল আনাম,সাজ্জাদুল আলম,মাহবুবুল হক মন্টু,নিশান সাবের প্রমুখ। আলোক প্রজ্বলন শেষে প্রজন্ম মুজিবনগর মঞ্চে ২০ মিনিট ব্যাপ্তী “তুই রাজাকার”নাটক মঞ্চায়িত হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দেন প্রজন্ম মুজিবনগরের অন্যতম নেতা নিশান সাবের। অভিনয় করেন নাট্যকর্মী আলমগীর,জসিম এবং মনিরুল। পরে সেখানে গণসঙ্গীত অনুষ্ঠিত হয়।
