জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর:
মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১’শ ৫০ বোতল ফেনসিডিল ১ কেজি গাঁজা,১০ বোতল মদ, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীসহ ৫ জনকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি গোলাম রব্বানী শেখ জানান, মেহেরপুর সদর উপজেলার দীঘিরপাড়াতে গোপন সংবাদে অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদ সহ দাউদ হোসেনের ছেলে ইয়াদুল ইসলাম (৪২) ও মজিবুর রহমানের ছেলে রবিউল মোল্লাকে (৩৫) আটক করা হয়েছে।
একই সময় র্যাবের অপর একটি দল উপরিদর্শক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সদর উপজেলার গোভীপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল,২ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাঁজাসহ হেরোইন মামলার যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামী কাশেদ আলী’র ছেলে আব্দুর রশিদ (৪২) কে আটক করেছে।
এছাড়া ভোর রাতের দিকে একই উপজেলার দফরপুর গ্রামে ডিএডি হেলালের নেতৃত্বে র্যাবের আরেকটি দল অভিযান চালিয়ে ১’শ বোতল ফেনসিডিলসহ ওই গ্রামের শিরাজুল ইসলামের ছেলে নাইজু (৪৫) ও তোফাজ্জেল হকের ছেলে মনিরুল ইসলাম (২৫) কে আটক করেছে।
আটকদের আজ শুক্রবার বেলা ১২ টার দিকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
