মেহেরপুর নিউজ ২৪ ডট,০৩ ফেব্রুয়ারী :
মেহেরপুরে সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে কৃষক শফিকুল ইসলাম হত্যার বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে তার পরিবার।
আজ রোববার সকাল ১০ টার সময় মেহেরপুর ইলেক্টনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট ভাই আরমান। এসময় উপস্থিত ছিলেন নিহত শফিকুলের পরিবারের লোকজন। লিখিত বক্তব্য জানান, নিহত শফিকুল হত্যাটি পুলিশ অন্যখাতে প্রভাহিত করতে চেষ্টা চালাচ্ছে এবং পুলিশ ৫জন আসামীকে আটক করে । কিন্তু মামলার ৪ নংআসামি ফজলু ডাকাতকে এখনো অটক করেনি। আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ কে ম্যানেজ করে ফেলেছে বলে অভিযোগ করেন নিহতের পরিবার। নিহতের পরিবারের দাবী তারা শফিকুল হত্যার সঠিক বিচার চায়। সাংবাদিক সস্মেলনে জেলার স্থানিয় প্রিন্ট ও ইলেক্টনিক্র মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২৩/১১/১২ তারিখ সকালে শ্যামপুর গ্রামের আবুল মেম্বারের আম বাগানের একটি চারা গাছে ডালের সাথে শফিকুল ইসলামের মৃত্যুদেহ ঝুলানো অবস্থায় পাওয়া যায়। শফিকুলের গলায় মাফলার দ্বারা ফাঁস লাগানো এবং দুই হাঁটু মাটির সাথে লাগানো অবস্থায় ঝুলানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরন করে। পরে শফিকুলের পরিবার খুনের অভিযোগে এনে কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
