 মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ফেব্রুয়ারী:
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ফেব্রুয়ারী:
“অবৈধ হরতাল, মানিনা মানবোনা”,“যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, দিতে হবে দিয়ে দাও” এ ধরনের বিভিন্ন স্লোগানে আগামীকাল বৃহস্পতিবার জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রতিহত করতে হরতাল বিরোধী মিছিল করেছে মেহেরপুর আওয়ামীলীগ।
আজ বুধবার রাত  সাড়ে ৮ টার দিকে অনুষ্ঠিত হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলে  নেতৃত্ব দেয় শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম । মিছিলটি মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড়বাজার চার রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম পল্টু,শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী,আওয়ামীলীগ নেতা এম এ মতিন,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,যুবলীগ নেতা কামাল হোসেনসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা  অংশগ্রহন করে।
মিছিল শেষে মেহেরপুর বড়বাজার চার রাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম পল্টু ,শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী,যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রমুখ।
 
 
