মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জানুয়ারী:
মেহেরপুর জেলা কারাগারের উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় “পাপকে ঘৃণা কর: পাপিকে নয়” এ শ্লোগানকে সামনে রেখে কারা অভ্যন্তরে অনুষ্ঠিত শহীদ মুক্তিযোদ্ধা কারা বন্দী ক্রিকেট টুর্নামেন্টে ভাষা সৈনিক নজির হোসেন একাদশ জয়লাভ করেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় ভাষা সৈনিক নজির হোসেন একাদশ ৫ রানে শহীদ হামিদ সংঘকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে ভাষা সৈনিক নজির হোসেন একাদশ ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৬ রান করে। দলের পক্ষে এমদাদ সর্বোচ্চ ১৭ রান করে।
জবাবে খেলতে নেমে শহীদ হামিদ সংঘ ১৪ ওভারে মাত্র ৭১ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সঞ্জয় সর্বোচ্চ ২২ রান সংগ্রহ করেন।