সর্বশেষ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মার্চ:
বৃহস্পতিবার মাগরিবের নামাজ শেষে ছাত্রশিবিরের অতর্কিত হামলায় শতাধিক দোকান এবং যানবাহন ভাংচুরের ঘটনার ২১ ঘন্টা পার হওয়ার পর অবশেষে পুলিশ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে ।
আজ শুক্রবার বেলা ২ টার দিকে মেহেরপুর সদর থানার এস আই গাজী ইকবাল বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫,১৬ এবং ২৫ (ঘ) ধারায় এই মামলাটি দায়ের করেন। যার মামলা নং-৩০, তারিখ:০১-০৩-১৩।
মামলায় জেলা জামায়াতের সেক্রেটারী সিদ্দিকুর রহমানকে প্রধান আসামী ও সদ্য আটক পৌর আমির মাহবুব আলমকে ২নং আসামী ,জেলা জামায়াতেরআমির হাজী ছমিরউর্দ্দিনসহ জামায়াত-শিবিরের ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরোও ৩ থেকে ৪’শ জনকে আসামী করা হয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মেহেরপুর নিউজকে জানান,মামলার তদন্তের স্বার্থে মামলার সব আসামীর নাম প্রকাশ করা যাচ্ছেনা।