মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্র শিবির।
আজ রোববার দুপুর সোয়া ২ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর বড়বাজারের হুদাপ্লাজার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এস শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিবিরের সাবেক সভাপতি তারিক মো:সাইফুল ইসলাম,বর্তমান সাধারন সম্পাদক সাবির আহমেদ,সৈয়দ মঞ্জুরুলসহ অর্ধশতাধীক নেতা কর্মী অংশ নেয়। পরে এক সংক্ষিপ্ত পথসভায় সেখানে বক্তব্য রাখেন জেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম।
