মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার সকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চত্বরে ১’শ জন অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রানতহবিলের কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেহেরপুর ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা সহ বুড়িপোতা ইউপি সদস্যবৃন্দ।