মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে:
মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকায় ষাটোর্দ্ধ এক বৃদ্ধ গাছে ঝুলে আত্মহত্যা করেছে। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
জানা যায়, শহরের গোরস্থানপাড়ার মৃত তমেজ আলীর ছেলে আজমত আলী (৬২) দীর্ঘদিন ধরে এজমা রোগে ভূগছিলেন। গত রোববার দিবাগত মধ্যরাতে গলায় টেলিফোনের তার পেচিয়ে তিনি মেহেরপুর পৌর গোরস্থান সংলগ্ন একটি গাছে ঝুলে আত্মহত্যা করেন। সকালে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
