মেহেরপুর নিউজ,২০ মার্চ:
মেহেরপুর গণপূর্ত বিভাগের ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ভবনের চাবি হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিকালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আজমল হক জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেলোয়ার হোসেনের কাছে চাবি হস্তান্তর করেন। এসময় সহকারী কমিশনার মোহাম্মদ নুরে আলম, শহর সমাজসেবা কর্মকর্তা জহির উদ্দিন, প্রতিবন্ধী সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী, ঠিকাদার সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
