মেহেরপুর নিউজ, ২২ জানুয়ারী:
মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যাদেবির বিদ্যা অহরণের লক্ষে সরস্বতি পূজা পালন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সরকারী কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও নায়েব বাড়ি মন্দিরে এ পুজার আয়োজন করা হয়। এসময় অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়।
পুজা চলাকালে হিন্দু ধর্মের শিক্ষার্থীরা বিদ্যাদেবির কাছে বিদ্যা কামনা করেন।