মেহেরপুর নিউজ ডট কম,০৬এপ্রিল:
সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে গন ধোলাই দিয়ে এক চোরকে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে ওই ঘটনা ঘটে। জানা যায়, মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের শাহদৎ হোসেনের ছেলে রহমান এ দিন রায়পুর গ্রাম থেকে একটি বাইসাইকেল চুরি করে পালাবার সময় স্থানীয় জনতা তাকে আটক করে গন পিটুনী দেয়। এতে সে আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
