মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ এপ্রিল:
মেহেরপুর সার্কিট হাউস পাড়ার সাবেক পিপি এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরার বাসভবনে দিশা এনজিও অফিসের একটি সাইকেল চুরি করার সময় সুমন নামের এক চোরকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে অফিসের ষ্টাফরা। আটক চোর মেহেরপুর শহরের গোরস্তানপাড়ার কালুর ছেলে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দিশা এনজিও’র স্টাফরা সিঁড়ি ঘরে সাইকেল রেখে অফিসের ভিতরে কাজ করছিলো। এমন সময় সাইকেল চোর সুমন সিড়ি ঘর থেকে সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় অফিসের স্টাফরা দেখে ফেললে তাকে সাইকেলসহ আটক করে।
পরে মেহেরপুর সদর থানায খবর দিলে এস আই কামাল হোসেন ঘটনাস্থলে পৌছে চোর সুমনকে আটক করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, এর আগে একই জায়গা থেকে ৪/৫ টি সাইকেল চুরি হয়েছে বলে জানান অফিসের ষ্টাফরা। তাদের ধারনা সুমনকে জিজ্ঞাসাবাদ করলে আগের চুরি যাওয়া সাইকেল গুলো কে চুরি করেছে তা জানা যাবে।
