মেহেরপুর নিউজ,০৯ মার্চ:
মেহেরপুরে স্থলবন্দরের নানা প্রয়োজনীয়তা উল্লেখ করে তা বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের জনগণের মাঝে প্রচারপত্র বিলি করেছে মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের সংগঠকরা।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শহরে কোর্ট এলাকা থেকে এ প্রচারপত্র বিলি শুরু করা হয়। সংগঠকের মুখপাত্র ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ এস ইমন, স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলনের ফোরামের সংগঠক রাহিনুরজামান পোলেন, আতিক স্বপন, মুস্তাফিজুর রহমান চন্দন, এস এম ফরিদ আহেমদ, সাজ্জাদ হোসেন, এনামুল হক, শেখ জুয়েল প্রমুখ প্রচারপত্র বিলি কার্যক্রমে অংশগ্রহণ করেন।
প্রচারপত্রে মেহেরপুরে স্থলবন্দরের প্রয়োজনীয়তা নিয়ে তারা উল্লেখ করেছেন- আধুনিক ও বানিজ্যিক জেলার গোড়াপত্তন, কয়েক হাজার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা বানিজ্যের সুযোগ সৃষ্টি,ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, রেল ও সড়কপথের নতুন দিগন্ত সৃষ্টি, পরিবহণ ব্যবসার প্রসার ও শ্রমিকদের কর্মক্ষেত্রের প্রসারে স্থলবন্দর ভুমিকা রাখবে।
