মেহেরপুর নিউজ, ২৬ মার্চ:
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গিকার নিয়ে মেহেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। সকাল সাড়ে পাঁচটার সময় মেহেরপুর ড. শহীদ সামছুজোহা পর্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের দিবসটির সূচনা করা হয়।
সকাল সাড়ে ৬ টার সময় শহীদ স্বৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, সিভির সার্জন ডা. জি কে এমজি ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জেলা আইনজীবী সমিতি, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা খাতুন, সাধারণ সম্পাদিকা লাভলি ইয়াসমিন,বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, স্বাচিপ সভাপতি ডা. আবুল বাশার, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান,জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, জেলা ছাত্রলীগের সভাপিত বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ সরকারী-বেসকারী কর্মকর্তাগন।
এছাড়াও সরকারী কলেজ, সরকাল মহিলা কলেজ, জেলা বাস্তহারালীগ, দূর্নিতী প্রতিরোধ কমিটি, ডা. আবু তাহের ডা. লিনা ম্যাটস, কৃষি বিদ ইন্সটিটিউসন, সাহিত্য পরিষদ, পাবলিক লাইব্রেরী, জেলা ক্রীড়া সংস্থা, এলজিইডি, ফেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমী, , পল্রী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর পৌর কলেজ, গন পূর্ত বিভাগ, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এসময় পুস্পমাল্য অর্পন করেন।
পরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোাসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল নেতাকর্মীদের নিয়ে পুস্পমাল্য অর্পন করেন।
সকাল ৮ টার সময় মেহেরপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন পুলিশ, আনছার, বিএনসিসি, রোভার, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। জেলা প্রশাসক পরিমল সিংহ সালাম গ্রহন করনে।