মেহেরপুর নিউজ,০৬ মার্চ:
বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে সদর উপজেলা বিআরডিবি মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে ’শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজ এক হোন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) পল্লব ভট্রাচার্য, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস আরা, সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি তাহাজ উদ্দিন, মুজিবনগর উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিগান, প্রধান শিক্ষক মীর মাহাবুবুর রহমান, আহমেদ আলী, সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন, সহকারী শিক্ষক শ্বাশ্বত নিপ্পন চক্রবর্তি। এর আগে মেহেরপুর জেলায় বিভিন্ন সময়ে মৃতবরণকারী শিক্ষকদের স্মরণে ১ মিানট নিরবতা পালন করা হয়।
